“জীবনে মা হওয়ার জন্য ইচ্ছে থাকলেও, সেই ইচ্ছা পূরণ হয়নি। ভেবেছিলাম মা হওয়ার স্বপ্ন, বাস্তবে রূপ পাবে কিনা। ম্যাডাম আমাদের আশ্বাস দেন, আন্তরিক ভাবে চেষ্টা করবেন। প্রাপ্তি থেকেই শেষে ম্যাডাম মরিয়া হয়ে, চেষ্টা করে আমাদের স্বপ্ন পূরণ করেছেন। ম্যাডাম আমাদের কাছে ২য় ভগবান। প্রাপ্তির টিমকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। প্রাপ্তি থেকেই নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভকরুক।”
“Prapti Fertility Institute, বন্ধাতের চিকিৎসার জন্য খুব ভাল চিকিৎসালয়। এখানকার প্রত্যেকটা Staf খুব ভাল। আর ডাক্তার মৌমিতা নাহা ম্যাডামের তুলনা হয়না। তিনি খুব যন্ত সহকারে চিকিৎসা করেন। যাদের সন্তান নেই তাদের সবাইকে বলছি আপনারা সন্তান লাভের জন্য প্রাপ্তিতে চিকিৎসা করান। প্রাপ্তি, আমাদের জীবনের পরম প্রাপ্তি। ধন্যবাদ”
“ডঃ মৌমিতা ম্যাডামের কাছে আমি দু বছর তিন মাস চিকিৎসা করাই, গত দশ বছর ধরে নানা চেষ্টা করার পর অবশেষে ম্যাডামের মাধ্যমে ভগবান আমায় জীবনের সেরা উপহারটা দিয়েছেন। ম্যাডামের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব চিরজীবন এবং ভগবানের কাছে প্রার্থনা করি ম্যাডাম তার লক্ষ্যে সফল হোন এবং ওনার প্রতিষ্ঠান আরও অনেক বড় হোক এবং ম্যাডামের হাত ধরে আমার মত মেয়েদের মা ডাক শোনার সৌভাগ্য হোক এই প্রার্থনা করি”
“Today what I will write will be in sufficient to describe my feelings and gratitude to Dr moumita Naha, Pritam sir and entire team of prapti.After long ten years we are now’ enjoying the taste of parenthood for the sake of prapti team.only we can say go ahead mam and fulfil the dream of many couples like us. wishing for your success and prosperity throughout your life. Long live prapti.”
“Moumita Mam is a great doctor. She is really caring & a patient listener. She has always been very responsive & most importantly she has given us the best gift of our life. With her my IVF journey was very smooth. I highly recommend her to all those who are going through fertility issues..”
“A big thumbs up to Dr Moumita Naha and the entire Prapti team. Moumita Ma’am is next to God. Her approach and caring nature is truly commendable. So are the Prapti team who care for each patient with love and dedication. Immensely thankful to Moumita Ma’am and Prapti team.”
“Dr. Moumita Naha is the best infertility specialist. I was under her treatment. She is extremely professional and expert in my opinion. Her entire medical team provided necessary guidance and support during the entire tenure. In person, everyone including Dr. Naha is very friendly and open. Would like to give a BIG Thanks to Ma’am and her entire team.”